পথশিশুরাই বেশি করোনা ঝুঁকিতে

করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য ঝুঁকির মধ্যে রয়েছে বিশ্বের সব মানুষ। কোভিড-১৯ যেকোনও সময়, যে কারও মৃত্যুর কারণ হতে পারে। এ অবস্থায় স্বাস্থ্য ঝুঁকি এড়িয়ে চলার জন্য বলা হলেও নিম্ন আয়ের মানুষের জন্য তা অনেকাংশেই সম্ভব হয়ে উঠছে না। আর সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে সুবিধাবঞ্চিত পথশিশুরা। নগরীর বিভিন্ন বস্তি, রেলস্টেশন এলাকায় এদের বিচরণ। এসব শিশু বেশিরভাগ সময় দলবদ্ধভাবে চলাফেরা ও বসবাস করে। তবে এদের বেশিরভাগেরই নেই কোনও সুনির্দিষ্ট আবাসন ও খাবারের ব্যবস্থা। করোনা পরিস্থিতিতে এদের জীবনধারণ আরও কঠিন হয়ে পড়েছে। পথশিশুদের জন্য বিভিন্ন প্রকল্প চালু থাকলেও করোনা পরিস্থিতিতে সরকারিভাবে এদের জন্য তেমন কোনও বিশেষ উদ্যোগ নেওয়া হয়নি বলে জানিয়েছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা সেভ দ্য চিলড্রেন। আর সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, তারা (সেভ দ্য চিলড্রেন) বিষয়টি জানেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *